চলতি বছরের প্রথম ১১ মাসে চীন-মার্কিন বাণিজ্যিক মূল্য ২৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এ বছর ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ চীন যুক্তরাষ্ট্রের তৃতীয় রপ্তানিকারী দেশে পরিণত হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আমেরিকান ও ওশেনিয়া বিভাগের পরিচালক হো নিং ২৩ ডিসেম্বর ২০০৭ সালের চীনের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ফোরামে এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৯ সাল থাকে ২০০৬ সাল পর্যন্ত চীন ও মার্কিন দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য এক'শ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। চীনে যুক্তরাষ্ট্রের পুঁজি বিনিয়োগও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত চীনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিমাণ প্রায় ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।
চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক উন্নয়নের সমস্যা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যিক রক্ষণশীলতা উদ্ধৃত্ত প্রসঙ্গে হোনিং জোর দিয়ে বলেন, সাধারণভাবে বলা যায়, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই মনে করে, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠু এবং অভিন্ন স্বার্থের পারস্পরিক নির্ভরতার মাত্রা উত্তোরোত্তর উন্নতি হচ্ছে। (লিলি)
|