চীন এবং ভারতের স্থল বাহিনীর যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণ দু'দেশের সীমান্ত শান্তি রক্ষার অনুকূল। চীনা গণ মুক্তি ফৌজের ছেংতু সামরিক অঞ্চলের উপ-সেনাপতি মোং চিনসি ২৩ ডিসেম্বর এ কথা জানিয়েছেন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুনমিং শহরে অনুষ্ঠিত "হাতে হাত মিলিয়ে--২০০৭"নামের চীন ও ভারতের স্থল বাহিনীর যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ২৩ ডিসেম্বর শেষ হয়েছে। এদিন রাতে যৌথ সন্ত্রাস দমনের প্রশিক্ষণ বিষয়ক চীনের পর্যবেক্ষণকারীদলের সদস্য হিসেবে মোং চিনসি অংশগ্রহণকারী বাহিনীর প্রশিক্ষণ স্থান পরিদর্শন করেন।
ছেংতু সামরিক অঞ্চলের নিয়ন্ত্রণাধীন তিব্বত সামরিক অঞ্চল ভারতের সঙ্গে সংলগ্ন। মোং চিনসি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের সম্পর্কের অব্যাহত উন্নয়নের পাশাপাশি এ দু'টি সামরিক অঞ্চলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও উন্নয়ন হচ্ছে। তিনি বিশ্বাস করেন, এবারের যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণ দু'বাহিনীর পারস্পরিক সমঝোতা, আস্থা ও মৈত্রী বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। যার ফলে দু'দেশের সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বারান্বিত করা সম্ভব হবে।
চীন ও ভারতের স্থল বাহিনীর যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণ ২১ ডিসেম্বর শুরু হয়। ২৪ ডিসেম্বর থেকে তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ, অর্থাত্ মূল পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে। (লিলি)
|