v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-24 19:00:27    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১২/২৪

cri
    চীনের সানই ভারী শিল্প লিমিটেড কোম্পানি নিজস্ব মেধাস্বত্বধারী পণ্য গবেষণা ও উত্পাদনের মাধ্যমে ব্যাপক মুনাফা করেছে। এই কোম্পানির তৈরি ৬৬ মিটার উচু কংক্রিট মিক্সার হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ কংক্রিট মিক্সার। কিছু দিন আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সদর দপ্তর সানই ভারী শিল্প লিমিটেড কোম্পানীকে বিশ্বের সবচেয়ে লম্বা কংক্রীট মিক্সার নির্মাতার স্বীকৃতি পত্রও পাঠিয়েছে। ২৪ ডিসেম্বর বিজ্ঞান বিচিত্রা আসরে আপনারা এই কোম্পানি ও তার তৈরি পণ্য সম্পর্কে কিছু তথ্য পাবেন।

    ইনসুন সংস্কৃতি হচ্ছে চীনের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ । সেখানে পৃথিবী কাঁপানো বহু প্রত্নতত্ব আবিষ্কৃত হয়েছে। কিছু দিন আগে লিথুয়ানে অনুষ্ঠিত বিশ্ব উত্তরাধিকার সম্মেলনে চীনের ইনসুনকে বিশ্ব সাংস্কৃতিক হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ৭০ বছর বয়স্ক ইয়াং সি চাং হচ্ছেন একজন ইনসুনের ওপর শ্রেষ্ঠ প্রত্নতত্ববিদ। তিনি চল্লিশ বছর ধরে ইনসুন সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রবন্ধ লিখে পুরস্কার পেয়েছেন। ২৫ ডিসেম্বর সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েন মিং আপনাদের চীনের প্রত্নতত্ববিদ ইয়াং সি চাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

    চার বছর আগে সুইজার‌ল্যান্ডের নাগরিক ফাবিয়েন কলোম্বো দক্ষিণ চীনের কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি মনোরম ছোট নগর ইয়াং সুয়োতে আসেন। এখানে তিনি লাজুক ছেলে থেকে ধাপে ধাপে একজন প্রাণচঞ্চল ইংরেজী শিক্ষকে পরিণত হয়েছেন। একই সময় তিনি চীনের সংস্কৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ একজন বিদেশী থেকে চীনের জীবন, প্রেম ও কাজকর্ম সব মিলিয়ে একজন চীন বিশেষজ্ঞ হয়ে দাঁড়িয়েছেন। ২৬ ডিসেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ আপনাদের সুইজার‌ল্যান্ডের ছেলে ফাবিয়েন কলোম্বর কাহিনী শোনাবেন।

    মধ্য চীনের শহর উহানে "ইতালির স্বপ্ন" নামে একটি রেস্তোরাঁ আছে। এই রেস্তোরাঁর মালিক মিকেলি পাট্রিজিও একজন ইতালিয়ান। তরুণ বেলা তিনি জীবনের তিনটি স্বপ্ন নির্ধারণ করেছেন। তাঁর প্রথম স্বপ্ন হচ্ছে একজন প্রেমিকার সঙ্গে বিয়ে করা। তাঁর এই প্রেমিকা হচ্ছেন জুন না নামে একজন চীনা মেয়ে। মিকেলির দ্বিতীয় স্বপ্ন হচ্ছে একটি ইতালিয়ান রেস্তোরাঁ খোলা। এই স্বপ্ন চীনের উহানে বাস্তবায়িত হয়েছে। এখন মিকেলি চীনে পরিশ্রম করছেন এবং নিজের তৃতীয় স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন। বন্ধুরা, ২৬ ডিসেম্বর ভিন্ন দেশীর চোখে আসরে শুয়ে ফেই ফেই আপনাদের ইতালিয়ান মিকেলির চীনের জীবন শোনাবেন।

    কাও সিয়াও সুং "একই টেবিলের সহপাঠি" নামে গান রচনা করেছেন, ছোট গল্প লিখেছেন এবং চলচ্চিত্রের নায়ক হয়েছেন। এ কারণে তিনি চীনে খুব বিখ্যাত। কিছু দিন আগে কাও সিয়াও সুং এক জন গরীব ছাত্রীকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি ভাবতে পারেন নি যে, যাকে তিনি সাহায্য করতে চেয়েছিলেন, সেই মেয়ে তার আর্থিক সাহায্য গ্রহণ করবে না। ব্যাপারটা কী? পরিবারের অবস্থা তেমন ভাল না। তবে কেন সে অন্য লোকের সাহায্য চায় না? ২৮ ডিসেম্বর কন্যা জায়া জননী অনুষ্ঠানে "সরল ও সত্ মেয়ে লি সিয়াও পিংয়ের গল্প" শোনানো হবে।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।