মার্কিন 'লস এন্জেলস টাইমস'-এর ২২ ডিসেম্বরের এক খবরে প্রকাশ, অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নশীল দেশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। বরং যুক্তরাষ্ট্রের উচিত বিষয়টিকে সহযোগিতার দৃষ্টিতে দেখা।
জানা গেছে, মার্কিন জবি ইন্টারন্যাশেনাল-এর একটি জরীপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি মার্কিন জনগণের চীনের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে এর মধ্যে কংগ্রেস কর্মকর্তার সংখ্যা প্রায় ৩০ শতাংশ। এ ছাড়াও কংগ্রেসের ৮৬ শতাংশ কর্মকর্তা ভূলভাবে চীনের প্রতি মার্কিন জনগণের মতামত ইতিবাচক নয়।
খবরে জানা গেছে, মার্কিন-চীন সম্পর্ক এক পক্ষ বিজয়ী অন্য পক্ষ বিজিত তা নয়। চীন হচ্ছে সহযোগিতামূলক অংশীদার, হুমকি নয়। চীনের অর্থনীতির বৃদ্ধি মার্কিন অর্থনীতির উন্নয়নের অনুকূল। মার্কিন চীন বাণিজ্য মার্কিন জিডিপি'র বৃদ্ধি ত্বরান্বিত করেছে। (খোং চিয়া চিয়া)
|