২৩ ডিসেম্বর সন্ধ্যা ৮টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে । ৯০ শতাংশেরও বেশি ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।
উজবেকিস্তান কেন্দ্রীয় নির্বাচন কমিশন এদিন রাতে এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি । নির্বাচনের ভোটদানের মাধ্যমে গণতন্ত্র, স্বচ্ছতা ও মানুষের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার সুনিশ্চিত হয়েছে ।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ সংবাদদাতাদের জানান, এউজবেকিস্তানের জন্য এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ ইতিহাসিক তত্পর্য রয়েছে । এই নির্বাচন দেশের আশা আকাঙ্খা ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এবং গোটা সমাজ ও রাষ্ট্রের জন্য একটি রাজনৈতিক পরীক্ষা ।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন কমিটি বলেছে, নির্বাচনের ফলাফল সম্ভবত ২৪ ডিসেম্বর রাতে প্রকাশিত হবে । সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে নির্বাচনের পর ১০ দিনের মধ্যে প্রকাশিত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|