সম্প্রতি চীনের উপ-প্রধানমন্ত্রী জেং পেই ইয়ান চিয়াংসু ও শাংহাই পরিদর্শনের সময় বলেন, পূর্বাঞ্চলে আধুনিক জ্বালানী সম্পদ শিল্প ও বহুমুখী পরিবহন ব্যবস্থার উন্নয়ন জোরদার হবে, হাইটেক প্রযুক্তির শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং নতুন উন্নয়ন বাস্তবায়ন হবে ।
চিয়াংসু প্রদেশের থিয়েনওয়ান পরমাণু বিদ্যুত্ কেন্দ্রসহ বিভিন্ন জ্বালানী সম্পদ শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করার পর জেং পেই ইয়ান বলেন, সক্রিয়ভাবে পরমাণু বিদ্যুত্ ও বায়ু চালিত বিদ্যুত্সহ বিভিন্ন নতুন জ্বালানী এবং নবায়নযোগ্য জ্বালানী সম্পদ উন্নয়ন করা হবে ভবিষ্যতে চীনের জ্বালানী সম্পদ কাঠামো পরিবর্তনের নতুন দিক । পরমাণু বিদ্যুত্, বায়ু চালিত বিদ্যুত্ প্রযুক্তি ও যন্ত্রপাতির স্বয়ংসম্পূর্ণতা ত্বরান্বিত করা এবং বাজারের প্রতিযোগিতামূলক শক্তি উন্নত করা উচিত।
শাংহাইয়ের বিভিন্ন পরিবহন ব্যবস্থাপনা পরিদর্শন করার পর জেং পেই ইয়ান বলেন, পূর্বাঞ্চলে পরিবহন পরিকল্পনা সম্পূর্ণ করে সড়ক, রেলপথ,নৌবন্দর ও বিমানবন্দর নির্মাণের মাধ্যমে আধুনিক বহুমুখী পরিবহন ব্যবস্থাপনা উন্নত করা উচিত । নির্মাণ প্রক্রিয়ায় জ্বালানী সম্পদের সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ করা উচিত ।
(ছাও ইয়ান হুয়া)
|