চীন খাদ্যসহ প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যের উত্পাদন পরিমাণ বাড়িয়ে দেবে , কৃষিজাত দ্রব্যের সরবরাহ নিশ্চিত করবে এবং পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্যও যথাসাধ্য প্রচেষ্টা চালাবে ।
সম্প্রতি সংবাদদাতার সঙ্গে এক সাক্ষাত্কারে চীনের কৃষি মন্ত্রী সুং চেং ছাই তিনি এ কথা জানিয়েছেন ।
তিনি বলেন , ১০ বছর আগের তুলনায় চীনের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে , শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় লক্ষণীয়ভাবে বেড়ে গেছে এবং মাংস , ডিম ও দুধ , শরীষার তেল , ফল ও সবজিসহ বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদা দ্রুত বেড়েছে । এর পাশাপাশি গত দু' বছরে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে । ফলে বিশ্বের কৃষিজাত দ্রব্যের সরবরাহ ও চাহিদা বিষয়ক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে ।
তিনি বলেন , চীন সরকার দেশের অভ্যন্তরীণ উত্পাদন ও দেশী-বিদেশী বাজার সম্প্রদারণ এবং কৃষিজাত দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবে । (থান ইয়াও খাং)
|