সেনগেন এলাকা সম্প্রসারণের শেষ ধাপের উদযাপনী অনুষ্ঠান ২২ ডিসেম্বর স্লোভেনিয়ার স্কোফিজে'তে অনুষ্ঠিত হয়েছে । ইইউ পরিষদের চেয়ারম্যান জোসে বারোসো , ইইউ'র বর্তমান চেয়ারম্যান দেশ-পর্তুগালের প্রধানমন্ত্রী জোসে সক্রোটিস এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
জানসা বলেন , সীমান্ত উন্মুক্তকরণ থেকে বোঝা যায় , সীমান্তের দু'পাশে নতুন যুগের সূচনা হয়েছে । এটা ভবিষ্যত্ সৃষ্টির জন্য সুযোগ বয়ে এনেছে । তিনি বলেন , এতে ইউরোপের ঘনিষ্ঠ ঐক্যও প্রকাশ পেয়েছে । তিনি বলেন , ইইউ সেনগেনের নতুন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১ বিলিয়ন ইউরো-অথাত্ ১.৪৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে ।
২১ ডিসেম্বর এস্তোনিয়া , হ্যাঙ্গেরী , লিথুয়ানিয়া , লাটভিয়া , মাল্টা , পোল্যান্ড, স্লোভেনিয়া , চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়া ২১ ডিসেম্বর সেনগেন চুক্তিতে যোগ দিয়েছে । ফলে সেনগেন চুক্তিভুক্ত দেশের সংখ্যা এখন চল্লিশে দাঁড়িয়েছে।
|