২৩ ডিসেম্বর চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে প্রথম বারের মতো ব্যক্তিগত আয় কর বিলের সংশোধিত খসড়া , রাষ্ট্রায়ত্ত পুঁজি আইনের খসড়া ও সামাজিক বীমা আইনের খসড়া যাচাই করা হয়েছে । এ ছাড়াও অধিবেশনে অব্যাহতভাবে মাদক দমন আইনের খসড়া এবং মালিক ও শ্রমিকদের মধ্যেকার বিরোধ নিরসন সংক্রান্ত আইনের খসড়াও যাচাই করা হয়েছে ।
অধিবেশনে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থা এবং ২০১২ সালে হংকংয়ের প্রধান প্রশাসক ও বিধান সভার নির্বাচন পদ্ধতি সংক্রান্ত হংকং বিশেষ অঞ্চল সরকারের প্রধান প্রশাসকের রিপোর্টও আলোচনা করা হয়েছে ।
চীনের সংবিধান অনুযায়ী , জাতীয় গণ কংগ্রেস হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থা । কংগ্রেসের স্থায়ী সংস্থা হচ্ছে জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি । জাতীয় গণ কংগ্রেস ও জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি দেশের আইন প্রণয়নের দায়িত্ব পালন করছে । (থান ইয়াও খাং)
|