 " হাতে হাত ২০০৭ " শীর্ষক চীন ও ভারতের স্থল বাহিনীর যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের কর্মকান্ড ২৩ ডিসেম্বরশেষ হয়েছে।

২৩ ডিসেম্বর আয়োজিত প্রশিক্ষণে ভারতের স্থল বাহিনীর সদস্যরা সুটিংয়ের কৌশল প্রদর্শন করেছেন । তার পর দু'দেশের সৈন্যরা লড়াই গ্রুপে বিভিক্ত হয়ে সংশ্লিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সরেজমিন পরিদর্শনকারী চীনা গণ মুক্তি ফৌজের জেনারেল চৌ শিয়াও চৌ বলেছেন, ভারতের স্থল বাহিনীর প্রদর্শনী তার মনে গভীর ছাপ ফেলেছে। ভারতের সেনাবাহিনীর সন্ত্রাস দমন প্রশিক্ষণ খুবই বৈশিষ্ট্যসম্পন্ন। অন্য দিকে, ভারতের সেনাবাহিনীর অফিসাররা বলেন , চীনের সৈন্যদের গুণগতমান ভাল, এবং মননশীল যোগ্যতা অত্যন্ত উল্লেখযোগ্য।

২৪ ডিসেম্বর দু'দেশের স্থল বাহিনীর তৃতীয় অর্থাত চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে। তৃতীয় পর্যায়ে " পাহাড়ী এলাকার সন্ত্রাস দমন লড়াই" নামক যৌথ প্রশিক্ষণ আয়োজিত হবে। এ যৌথ প্রশিক্ষণ ২৫ ডিসেম্বর শেষ হবে।
|