|
 |
(GMT+08:00)
2007-12-23 18:14:40
|
আগামী বছরে জাপান ও চীনের মধ্যে বিনিময় সম্প্রসারণের সুযোগ বেশী : ফুকুদা ইয়াসুও
cri
২০০৮ সালের প্রথম সংখ্যা " জাপান ও চীন" পত্রিকায় প্রকাশিত নববর্ষ ভাষণে জাপানের প্রধানমন্ত্রী ফুকুডা ইয়াসুও বলেছেন, ২০০৮ সালে জাপান ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় সম্প্রসারণের সুযোগ বেশী হবে। তিনি বলেন, ২০০৮ সাল হবে " জাপান-চীন শান্তি ও মৈত্রী চুক্তি" স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। ৩৫ বছর আগের এই চুক্তি দু'দেশের মধ্যে একটি সেতু স্থাপন করেছে। এর পর এই চুক্তি একটি ইস্পাত দৃঢ় সেতুতে পরিণত হয়েছে। ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস সহ নানা ধরনের তত্পরতার মাধ্যমে দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিময়ের সুযোগ অনেক বেশী হবে। তিনি বলেন, নবর্বষ উপলক্ষ্যে কৌশলগত ও কল্যাণকর পারষ্পরিকসম্পর্ক স্থাপনের জন্য জাপান ও চীনের উচিত হবে সহযোগিতার মাধ্যমে এশিয়া তথা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি রক্ষা করতে গঠনমূলক অবদান রাখা।
|
|
|