 ২১ ডিসেম্বর পাকিস্তানে একটি আত্মঘাতী বিস্ফোরণে ৫৫জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা করেছে।
জানা গেছে, বিস্ফোরণটি উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের চারসাদ্দা জেলার একটি মসজিদে ঘটে। এ পর্যন্ত কোনো সংস্থা বা ব্যক্তি এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এই হামলার নিন্দা করেছেন এবং সন্ত্রাস দমনে পাকিস্তানের দৃঢ়তা আরো জোরদার করা হবে বলে ঘোষণা করেছেন।
পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ব্যক্ত করেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন পাকিস্তানের বিভিন্ন সম্প্রদায়ের প্রতি সন্ত্রাসী তত্পরতা বন্ধ করে আগামী বছরের সংসদ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাকর্ম্যাক বলেন, বল প্রয়োগ করে রাজনৈতিক লক্ষ্য হাসিল করার প্রয়াস ঠিক নয়। ইইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ পর্তুগাল একটি বিবৃতিতে জানায়, ইইউ পাকিস্তান সরকারের আইন ব্যবস্থা সুনিশ্চিত করে চরমপন্থীদের উপর আঘাত হানার প্রচেষ্টায় সমর্থন করে। পাকিস্তান সফরের আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, সন্ত্রাস শুধু পাকিস্তান ও আফগানিস্তানের জন্য হুমকি নয়, গোটা মানব জাতি'র জন্যও হুমকি স্বরূপ। (ইয়াং ওয়েই মিং)
|