|
|
(GMT+08:00)
2007-12-22 19:40:44
|
কুয়াংসিতে কাঁচামাল হিসেবে কাসাভা বৃক্ষজ্বালানী প্রকল্প গড়ে তোলা হয়েছে
cri
কাঁচামাল হিসেবে কাসাভা বৃক্ষে জ্বালানী প্রকল্প ২২ ডিসেম্বর চীনের কুয়াংসি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পেইহাই শহরে চালু হয়েছে। প্রতি বছর এ প্রকল্পে ২ লাখ টন সাধারন গ্যাস চালিত গাড়ির জন্য আ্যলকোহল উত্পাদন করা হবে। জানা গেছে, অতিরিক্ত ঘন আ্যলকোহল হচ্ছে এক ধরনের উচ্চ ঘণত্বের উষ্ণ মন্ডলীয় অঞ্চলের উদ্ভিদজাত জ্বালানী।সাধারণ গ্যাসের সঙ্গে উপযুক্ত অনুপাতে এই আ্যলকোহল মিশালে গাড়িতে ব্যাবহৃত জ্বালানী হিসেবে আ্যলকোহলে পরিণত হয়। এই জ্বালানী আ্যলকোহল ও বিশুদ্ধ গ্যাসের মধ্যে বেশী পাথর্ক্য নেই। বতর্মানে তেলের অভাবজনিত সংকট মোকাবেলার জন্য এটা হলো বিভিন্ন দেশের নেয়া একটি প্রধান পদক্ষেপ। উল্লেখ্য কুয়াংসি হলো চীনের সবচেয়ে বেশি বড় কাসাভা উত্পাদনকারী অঞ্চল এবং বছরে প্রায় ৬ থেকে ৭ লাখ টন কাসাভা এখানে উত্পাদিত হয়।
|
|
|