চীনের তিব্বতী সংস্কৃতি সম্পর্কিত কাঠমুন্ডু ফোরাম ২১ ডিসেম্বর কাঠমুন্ডুতে শেষ হয়েছে । নেপালের বিভিন্ন মহল ও প্রধান প্রধান গণ মাধ্যম মনে করে এ ফোরাম চীনের তিব্বতের সংস্কৃতি সম্পর্কে আরো বেশি তথ্য জানতে নেপালের জনসাধারণকে সাহায্য করেছে এবং দু' দেশের সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বকে জোরদার করেছে ।
এ ফোরামে তিব্বতের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে চীন ও নেপাল চারটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছে । প্রথমতঃ, তিব্বতী সংস্কৃতি চীনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং গোটামানবজাতির অভিন্ন সম্পদ। তিব্বতের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন চীন ও নেপালের সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় । দ্বিতীয়তঃ , দেশের একত্রিকরণের ভিত্তিতে তিব্বতের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন করা উচিত । তৃতীয়তঃ নিজের ঐতিহ্য ও বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি তিব্বতী সংস্কৃতির আরো বিশ্বমুখী হওয়া প্রয়োজন । চতুর্থতঃ তিব্বতী সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য চীন সরকার , সমাজের বিভিন্ন মহল তথা বিভিন্ন দেশের বন্ধুদের সমর্থন ও অংশগ্রহণ একান্ত প্রয়োজন ।
|