চীনের নিজস্ব ডিজাইনে তৈরী দ্রুতগতির রেলগাড়ী সি আর এইচ ২-৩০০ নির্মানের কাজ ২২শে ডিসেম্বর সাংতুং প্রদেশের ছিংতাও -এ শেষ হয়েছে । এ রেলগাড়ীটি প্রতি ঘন্টায় তিন শ' কিলোমিটার যেতে সক্ষম। এ দ্রুত গতির রেলগাড়ী তৈরীই প্রমাণ করেছে যে চীনের যাত্রীবাহী রেলগাড়ী তৈরীর প্রযুক্তি এখন বিশ্বের সমমানে পৌঁছেছে। বিশ্বে মাত্র অল্প কয়েকটি দেশ তিন শ' কিলোমিটার গতিসম্পন্ন যাত্রীবাহীরেলগাড়ী তৈরী করতে পারে ।
বিদেশের দুই শ' কিলোমিটার গতির রেলগাড়ীর প্রযুক্তির অনুসরণে চীন তিন শ' কিলোমিটার গতিসম্পন্ন রেলগাড়ী তৈরী করেছে । এই রেলগাড়ী পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির রেলগাড়ীগুলোর অন্যতম । গাড়ীটি স্থিতিশীলভাবে চলতে পারে । এলুমিনিয়ামের সংস্কর ধাতু দিয়ে তৈরী এ গাড়ীর ইঞ্জিনের ওজন সাত টন ।
|