চীন ব্যাপকভাবে পশ্চিমাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন জোরদার করবে। ২১ ডিসেম্বর কোয়াংচৌ প্রদেশের গুয়েইয়াং শহরে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় পযর্টন ব্যুরোর মহা পরিচালক শাও ছি উয়ে এ কথা বলেছেন। তিনি বলেন, চীনের পশ্চিমাংঞ্চলের উন্নয়ন কমর্কান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের কাজ অব্যাহতভাবে জোরদার করা হবে। সুতরাং পশ্চিমাঞ্চলের পযর্টন শিল্প উন্নয়নের ভিত্তি দৃঢ় হবে এবং পরিবেশ আরও উন্নত হবে। এর ফলে পরর্বতীকালের চীনের পশ্চিমাঞ্চলের পযর্টন শিল্পের উন্নয়নে মূল্যবান সুযোগকে কাজে লাগানো সম্ভব হবে।
উল্লেখ্য চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়ন কমর্কান্ত শুরু হওয়ার পর থেকে চীন এই অঞ্চলের অবকাঠামো নির্মাণে এক ট্রিলিয়ানেরও বেশী ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে। এখন এ অঞ্চল পযর্টন একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে।
|