জাপানে চীনের রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই ২০ ডিসেম্বর টোকিওতে বলেন, চীন ও জাপানের কৌশলগত পারস্পরিক কল্যানমূলক সম্পর্কগড়ে তোলাই হচ্ছে দু'দেশের নেতাদের প্রধান মতৈক্যের বিয়ষ। দু'পক্ষের উচিত বিভিন্ন ক্ষেত্রে কল্যাণমূলক সহযোগিতা গভীরতার করা।
তিনি বলেন, চীন ও জাপানের উচিত প্রাথমিকভাবে পারস্পরিক আস্থার ভিত্তিতে এই সম্পর্ককে এগিয়ে নেয়া, এটা না হলে কৌশলগত কল্যাণমূলক আলোচনাও বাধাগ্রস্ত হবে।--ওয়াং হাইমান
|