রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত লিউ কু ছাং ২০ ডিসেম্বর নিজ দূতাবাসে রাশিয়া-চীন মৈত্রী সমিতির জন্য নবর্বষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে রাশিয়া-চীন মৈত্রী সমিতির দায়িত্বশীল কর্মকর্তা চীন-রাশিয়া রাষ্ট্রীয় বর্ষে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, চীন-রাশিয়া রাষ্ট্রীয় বর্ষ চীন ও রাশিয়ার মৈত্রী আরো গভীর করেছে এবং দু'দেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা ত্বরান্বিত করেছে।
রাশিয়া-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান মিখাইল এল তিতাবেংকো ও সম্মানমূচক চেয়ারম্যান সের্গেই টিখভিনস্কি ভাষণে বলেছেন, রাশিয়া-চীন মৈত্রী সমিতি দু'দেশের মধ্যে বেসরকারী পর্যায়ের কূটনৈতিক কাজ ভালোভাবে চালিয়ে যাবে।
লিউ কু ছাং বলেছেন, ২০০৭ সালে চীন-রাশিয়া রাষ্ট্রীয় বর্ষে বড় সাফল্য অর্জিত হয়েছে। দু'দেশের নেতারা ঘনিষ্ঠ বৈঠক করেছেন। রাশিয়া-চীন মৈত্রী সমিতি প্রতিষ্ঠার পঞ্চাশ বছরে দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী উন্নত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।(লিলু)
|