২০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আগামী মাসে তাঁর মধ্যপ্রাচ্য সফরে মধ্যপ্রাচ্য এলাকার শান্তি এবং আরব দেশগুলো ও ইসরাইলের মধ্যে সমঝোতা ত্বরান্বিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, তিনি আশা করেন, এবারের সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য এলাকার জনগণকে এ অঞ্চলের নিরাপত্তা ও এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রয়াসের সদিচ্ছা প্রকাশ করবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, আগামী বছরের ৮ থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত বুশ ইসরাইল, ফিলিস্তিন স্বায়ত্তশাসিত অঞ্চল, কুয়েত,বাহরাইন,সংযুক্ত আরব আমিরাত ,সৌদি আরব ও মিসর সফর করবেন। তিনি বলেছেন, এবার সফরের উদ্দেশ্য হচ্ছে অ্যানাপোলিস সম্মেলনে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার পক্ষে যে অগ্রগতি হয়েছে ,তা সুসংহত করা, ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করা, ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন দেশ গড়ে তোলার প্রয়াস চালানো এবং ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সমঝোতার বাস্তবায়ন ত্বরান্বিত করা।(লিলু)
|