২১ ডিসেম্বর হুইপেই প্রদেশের ইছাং শহরে চীনের ছাংচিয়াং তিন গিরিখাত প্রকল্প উন্নয়ন কোম্পানি ঘোষণা করেছে , ১৬ বছরের দীর্ঘ নির্মাণ কাজের পর বিশ্বদৃষ্টি আকর্ষণকারী তিনগিরিখাত প্রকল্প ২০০৮ সালের শেষ দিকে মোটামুটিসম্পন্ন হবে ।
তিনগিরিখাত প্রকল্প নির্দিষ্ট সময়ের এক বছর আগে শেষ হবে । জাহাজ উঠানো যন্ত্রপাতি ছাড়া প্রাথমিক ডিজাইনে নির্ধারিতপ্রকল্পের সকল কাজ ঐ সময়ের মধ্যে সম্পন্ন হবে । ২০০৮ সালে জাহাজ উঠানো যন্ত্রপাতিকেপ্রধান প্রকল্প হিসেবে গ্রহণ করে সার্বিকভাবে তিনগিরিখাত প্রকল্প এলাকার পানি ও মাটি সং রক্ষণ, পরিবেশ রক্ষার কাজ চালু হবে । নিরাপত্তা ও বহুমুখী সেবার দক্ষতা জোরদার করা হবে । যাতে তিনগিরিখাত প্রকল্পের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে করা যায় ।
উল্লেখ্য , মধ্য চীনের হুপেই প্রদেশের ইছাং শহরে অবস্থিততিনগিরিখাত প্রকল্প বন্যা প্রতিরোধ , বিদ্যুত উত্পাদন এবং নৌচলাচল সহ নানা কাজ করতে সক্ষম । তিনগিরিখাত প্রকল্প বিশ্বে সবচেয়ে বড় জলবিদ্যুত প্রকল্প ।---চুং শাওলি
|