২১ ডিসেম্বরচীনের রাষ্ট্রীয় গুণগতমান তত্ত্বাবধান, পরিদর্শন ও কোয়ারান্টাইন প্রশাসনের একটি পরিসংখ্যান অনুযায়ী ২০০৬ সালে গোটা চীনের তৈরী শিল্পের গুণগতমান প্রতিযোগিতার সামর্থ্য হার ছিল ৭৯.৯৮ শতাংশ । ২০০৫ সালের তুলনায় এটা ১ শতাংশ বেশি । এ প্রতিযোগিতার সামর্থ্যচীন একটানা ৮ বছর ধরে বেড়ে চলেছে ।
চীনের টেলিযোগাযোগ , কম্পিউটার এবং অন্যান্য বৈদ্যুদিক সরঞ্জাম তৈরী সহ নানা তৈরী শিল্পের গুণগতমান প্রতিযোগিতার সামর্থ্য স্পষ্টভাবে বেড়েছে । চারু পণ্য, ছাপা শিল্প, পার্শ্ব কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণ শিল্পসহ কয়েকটি শিল্পের প্রতিযোগিতার সামর্থ্যঅপেক্ষাকৃত কম ।
রাষ্ট্রের গুণগতমান তত্ত্বাবধান , পরিদর্শন ও কোয়ারান্টাইন প্রশাসনের উপমহাপরিচালক ফু ছাংছেন বলেন , গোটা দেশের তৈরি শিল্পের গুণগতমানের প্রতিযোগিতার সামর্থ্যএবং ধাপেধাপে গুণগতমান বাড়ার পাশাপাশি অন্যান্যশিল্প ও অঞ্চলের মধ্যে মানের প্রতিযোগিতার সামর্থ্যের এখনও পার্থক্যরয়েছে । ---চুং শাওলি
|