|
|
(GMT+08:00)
2007-12-21 19:34:05
|
ফওজি সাল্লুখ ও সুন বি কানের সাক্ষাত্
cri
লেবাননের কূটনীতি ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ফওজি সাল্লুখ ২০ ডিসেম্বর সফররত মধ্য প্রাচ্য সমস্যা সংক্রান্ত বিশেষ চীনা দূত সুন বি কানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু’পক্ষ চীন ও লেবাননের সম্পর্ক এবং মধ্য প্রাচ্য সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
লেবাননকে সাহায্য দেয়ার জন্য ফওজি চীনকে ধনব্যাদ জানান। মধ্য প্রাচ্য সমস্যার ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন , জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এ অঞ্চলের উচিত সার্বিক শান্তি ত্বরান্বিত করা।
সাক্ষাত্ শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুন বি কান বলেন, লেবাননের জনগণ এবং রাজনীতিবিদ তাদের নিজের শক্তিতে দেশটিকে চলমান সংকটাবস্থা থেকে মুক্ত করতে পারবেন বলে তিনি আশাবাদী।একই সঙ্গে তিনি বলেন , মধ্য প্রাচ্য অঞ্চলের ন্যায্য, সার্বিক এবং স্থায়ী শান্তি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের একনিষ্ঠভাবে আলোচনা আয়োজন করা উচিত।--ওয়াং হাইমান
|
|
|