২০০৭ সাল হচ্ছে চীনের নতুন সমাজতান্ত্রিক গ্রামীণ কাঠামো গঠন কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার বছর। সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার সঙ্গে সঙ্গে চীনের গ্রামাঞ্চলে সার্বিক উন্নয়নের ঢেউ লেগেছে।
চলতি বছর চীনের আধুনিক কৃষি ব্যবস্থার অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে কৃষি উত্পাদন স্থিতিশীলভাবে বেড়েছে। এতে খাদ্যশস্যের উত্পাদনের পরিমাণ ৫০০ বিলিয়ন কিলোগ্রাম ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষকের প্রতি সরকারের ধারাবাহিক কল্যান নীতিসহ বিভিন্ন কার্যক্রমের ফলে কৃষকদের আয় অব্যাহতভাবে বাড়ছে।
এ বছর চীনের গ্রামাঞ্চলের অবকাঠামো নির্মাণও দ্রুত এগিয়েছে। এতে শিক্ষা, চিকিত্সা এবং ন্যূনতম বীমা ব্যবস্থাসহ বিভিন্ন মৌলিক জনসেবার ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। এখন নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় মোট ৭৩ কোটি চীনা অধিবাসী অংশ নিচ্ছেন। গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের শিক্ষা ও বিবিধ ফি মওকুফ করা হয়েছে । এতে গ্রামের প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুলের ১৫ কোটি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে।
আগামী বছর চীন সরকার গুরুত্বের সঙ্গে গ্রামাঞ্চলের অবকাঠামো নির্মাণ আরো জোরদার করবে। একই সঙ্গে কৃষি উত্পাদনের সার্বিক সামর্থ্যও বাড়ানো হবে।--ওয়াং হাইমান
|