২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চীন সরকার ৭০ বিলিয়নেরও বেশি রেনমিনপি পুঁজি বিনিয়োগ করে তিব্বতে ১৮০টি প্রকল্প নির্মাণ করবে , যাতে তিব্বতের অর্থনীতি ও সমাজের উল্লম্ফনউন্নয়ন ত্বরান্বিত করা যায় ।
২০ ডিসেম্বর লাসায় অনুষ্ঠিত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্ম সম্মেলন থেকে জানা গেছে, আনা খাতের এই ১৮০টি প্রকল্পের ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে । এর মধ্যে তিব্বতের আলি বিমানবন্দর, ছিংহাই-তিব্বত রেলপথের শাখা লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পাশাপাশি কৃষি ও পশুপালন এলাকার উত্পাদন ও জীবনযাপন উন্নয়ন, গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা প্রকল্প, বিদ্যুত্হীন এলাকায় বিদ্যুত্ ব্যবস্থা নির্মাণ এবং কৃষি ও পশুপালন এলাকার অবকাঠামো নির্মাণও রয়েছে । এর মধ্যে ১০ বিলিয়নের বেশি রেনমিনপির পুঁজি তিব্বতের শিক্ষা, সামাজিক নিশ্চয়তা বিধান, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বিনিয়োগ করা হচ্ছে । এ পর্যন্ত ১৮০টি প্রকল্পের প্রায় ৮০ শতাংশ শুরু হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|