পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করণ থেকে জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসের শেষ নাগাদ চীনে জাপানের পুঁজি বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ২৯ হাজার এবং পুঁজির মোট পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার।
বর্তমান চীনে বিদেশী পুঁজি বিনিয়োগকারী দ্বিতীয় বড় দেশে পরিণত হয়েছে জাপান। চীনে বাণিজ্য, সেবা, বস্ত্র, পোশাক, যন্ত্র, ইলেকট্রনিকস, পরিবহণ, ব্যাংক এবং শেয়ার বাজারসহ বিভিন্ন খাতে জাপান বিনিয়োগ করেছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে চীন ও জাপানের বাণিজ্য অব্যাহতভাবে বাড়ার প্রবণতা বজায় রয়েছে। এ সময় পর্যন্ত আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১৯১.৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪০ শতাংশেরও বেশী। ইতোমধ্যে চীন জাপানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। (লিলি)
|