সশস্ত্র ফিলিস্তিনকে গাজা সীমান্তের কাছাকাছি পৌঁছতে না দেওয়া গাজায় ইসরাইলী বাহিনীর প্রধান উদ্দেশ্য।ইসরাইলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ২০ ডিসেম্বর এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, কয়েক দিন আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আকাশ থেকে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের উপর হামলা চালিয়েছিল। ২০ ডিসেম্বর ইসরাইলী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের মাটিতে গুলি বিনিময় হয়েছে। ইসরাইল সর্বাত্মক ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের রকেট বোমা হামলা ধেকানোর চেষ্টা করবে।
অন্য আরেক খবরে জানা গেছে, এদিন ইসরাইলী বাহিনী কমপক্ষে ১০টি ট্যাংক, সাঁজোয়া গাড়ি পাঠিয়ে গাজার মধ্যাঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে এবং স্থানীয় সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময় করেছে। এতে ফিলিস্তিনের ৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত এবং ইসরাইলী বাহিনীর ৪ জন আহত হয়েছে। (লিলি)
|