এস্তোনিয়া , হাংগেরী , লিথুয়ানিয়া , লাটভিয়া , মাল্টা , পোল্যান্ড , স্লোভিনিয়া , স্লোভাক ও চেক প্রজাতন্ত্র ২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেনজেন চুক্তিতে অংশ নিয়েছে । এ ৯টি দেশ ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল । এতে শেনজেন চক্তিভূক্ত দেশগুলোর সংখ্যা ১৫টি থেকে ২৪টিতে উন্নীত হয়েছে ।
সংশ্লিষ্ট কার্যপ্রণালী অনুসারে এ ৯টি দেশ ২১ ডিসেম্বর থেকে অন্য শেনজেন চুক্তিভূক্ত দেশগুলোর সংগে নৌ ও স্থলপথে সমস্ত সীমান্ত পরীক্ষা বাতিল করবে এবং আগামী ২৯ মার্চ থেকে বিমানবন্দরে সীমান্ত পরীক্ষাও বাতিল করবে ।
উল্লেখ্য যে , বর্তমানে বৃটেন ও আয়ারল্যান্ড ছাড়া ইইউ'র বাকি সব পুরনো সদস্য দেশ শেনজেন চুক্তিতে অংশ নিয়েছে । তাছাড়া নরওয়ে ও আইসল্যান্ড ইইউ'র সদস্য দেশ না হলেও শেনজেন চুক্তিতে যোগ দিয়েছে ।
|