দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি মিয়ুং বাক বলেছেন , তিনি চীনের সংগে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ওপর গুরুত্ব দেন । দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্যে নতুন সরকার ইতিবাচক প্রচেষ্টা চালিয়ে যাবে । ২১ ডিসেম্বর লি মিয়ুং বাকের সংগে দক্ষিণ কোরিয়ায় চীনা রাষ্ট্রদূত নিং ফু খুইয়ের সাক্ষাতকালে তিনি এ কথা বলেন ।
সাক্ষাত্কালে নিং ফু খুই লি মিয়ুং বাকের কাছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের অভিনন্দন পৌঁছে দিয়েছেন । এর জন্যে লি মিয়ুং বাক কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
লি মিয়ুং বাক আরো বলেন , তিনি নিজে চীন ও এশিয়ার ওপর গুরুত্ব দিয়ে দেখেন । তিনি বলেন , তিনি দক্ষিণ কোরিয়ার আগেকার সরকারের অনুসৃত এক চীন নীতে অবিচল থাকবে ।
তিনি বলেন , ছয় জাতি বৈঠকের অগ্রগতি এবং কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণের প্রক্রিয়ায় চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে , তিনি তার জন্যে চীনকে ধন্যবাদ জানাচ্ছেন । তিনি আশা করেন , এ সমস্যায় দু পক্ষের যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার হবে ।
|