বর্তমানে শানতোং প্রদেশের অনুমোদন পাওয়া মানসম্মত গ্রামীণ দোকানের সংখ্যা ৩৮ হাজার এবং সারা প্রদেশের ৪০ শতাংশ প্রশাসনিক গ্রামে রয়েছে গ্রামীণ সুপার মার্কেট।
*ইউননান প্রদেশের শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ইউননান প্রদেশের গ্রামাঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্কুলে আধুনিক দূরশিক্ষণ ব্যবস্থা চালু হওয়ার তিন বছরে মোট ৪০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করা হয়েছে এবং আবৃতির হার ৭৩ শতাংশ।
*সম্প্রতি কুইচৌ প্রদেশে গ্রামগুলোতে "প্রতিটি গ্রামে ব্যবহার করা যায়"প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং "একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে" ১০০০টি টেলিফোন ব্যবহারের লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে।
চলতি বছরের অক্টোবর মাসে কুইচৌ প্রদেশের প্রশাসনিক গ্রামে "প্রতিটি গ্রামে টেলিফোন ব্যবহার করা যায়" প্রকল্পের কাজ শেষ হয়েছে।
এ বছরের অক্টোবর মাস পর্যন্ত কুইচৌ প্রদেশের টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩১ লাখ ৩৩ হাজারে। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ২০.৩ শতাংশেরও বেশী। (লিলি)
|