v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-21 14:31:45    
চাওয়া পাওয়া ( ৭ অক্টোবর )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজ হচ্ছে জাতীয় দিবসের সাত দিনব্যাপী ছুটির সর্বশেষ দিন। আগামীকাল থেকে জনগণ আবার স্বাভাবিকভাবেই তাদের কাজ শুরু করবেন। প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনারা যে চার জন শিল্পীর কন্ঠে গান শুনতে পারেন। তাঁরা হলেন নচিকেতা ঘোষ, কিশোর কুমার, মমতাজ এবং হেমন্ত মুখোপাধ্যায়।

    বাংলাদেশের গাজীপুর জেলার রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন আমাদের অনুষ্ঠানে শিল্পী নচিকেতার কন্ঠে মন দিয়ে লেখাপড়া করে যেই জন গানটি শুনতে আগ্রহী। তা ছাড়া, বালাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণপুর হেলাচী গ্রামের শামীম উদ্দিন শ্যামল, মামুন অর রশিদ, উম্মে,রুমান সিদ্দিকা সাথী, সাবিহা সুলতানা সারা, রুনা, নীহার, মুনী, লিটন, নারমিন, শিখা, মিলটন তরু আমাদের অনুষ্ঠানে নচিকেতার কন্ঠে রাজশ্রী তোমার জন্য গানটি শুনতে চেয়েছেন। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হলো আমার হাতে এদু'টো গানের একটিও নেই। তাহলে এখন আমার সঙ্গে নচিকেতার গাওয়া আরেকটি গান শুনুন। গানের নাম "ছোট ছোট স্বপ্নের"। আশা করি, আপনারা খুশি হবেন।

    ভারতের পশ্চিম বঙ্গের সিদ্ধার্থ মন্ডল আমাদের অনুষ্ঠানে কিশোর কুমারের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার অনুরোধ পূরণ করছি ভাই। আসুন, সবাই মিলে কিশোর কুমারের গাওয়া "যখন আমি অনেক দূরে"গানটি উপভোগ করি।

    বাংলাদেশের বগুড়া জেলার মো: শহিদুল ইসলাম আমাদের অনুষ্ঠানে মমতাজের গাওয়া যে কোন একটি শুনতে চেয়েছন। আচ্ছা, এটা তো খুব কঠিন না। চলুন, মমতাজের গাওয়া "সংসার আমার" গানটি শুনি।

    ভারতের পশ্চিম বঙ্গের রগড়া গ্রামের সম্প্রীতি ডি-এক্স ইন্টারন্যাশনাল ক্লাবের সম্পাদক সৌতিক হাতী আমাদের অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, আর কথা বলবো না। সবাই মিলে না হয় গানটি শুনি। গানের নাম "যাবার আগে"।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমি আশা করি, আরো অনেক বেশী শ্রোতাবন্ধুরা আমাকে চিঠি লিখে আপনাদের পছন্দের গানগুলোর কথা আমাকে জানাবেন। আজকের চাওয়া পাওয়া শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)