২০ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন মিয়ানমার সমস্যার সমাধানে গঠনমূলক ভুমিকার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী ।
সংবাদদাতাদের প্রশ্ন উত্তর দেয়ার সময় ছিনকাং বলেন, চীন একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ,সমঝোতামূলক ও উন্নয়নমুখী মিয়ানমার দেখতে চায়। এটা যেমন মিয়ানমারের স্বার্থের সঙ্গে তেমনি চীনের উদ্বেগের সঙ্গেও সঙ্গতিপূর্ণ । চীন মনে করে, মিয়ানমার সরকার ও জনগণের নিজস্ব চেষ্টায় মিয়ানমার সমস্যার সমাধান হবে । সংলাপ ও পরামর্শের মধ্য দিয়ে এ সমস্যার সমধান করাই উপযুক্ত নীতি । তিনি জোর দিয়ে বলেন, এ সমস্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সার্বভৌমত্ব ও এবং মিয়ানমার সরকারের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে গঠনমূলক ভুমিকা পালন করা ।
(ছাও ইয়ান হুয়া)
|