চীনের ইউনানে অনুষ্ঠিত চীন ও ভারতের যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণ দু'দেশের সেনাবাহিনীর মধ্যকার সমঝোতা ও পারস্পরিক আস্থা বাড়াবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২০ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
উল্লেখ্য যে, ১৯ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চীন ও ভারতের সেনাবাহিনী দক্ষিণ-পশ্চিম চীনের খুনমিং শহরে "হাতে হাত ---২০০৭" নামে স্থল বাহিনীর যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
ছিন কাং বলেন, এবারের যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণ সন্ত্রাস দমনসহ অপ্রচলিত নিরাপত্তা ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা সম্প্রসারণ করবে, যৌথভাবে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নদাবাদ ও চরমপন্থী শক্তির বিরুদ্ধে আঘাত হানবে এবং দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবে।
সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে বিদ্যমান মতভেদ প্রসঙ্গে ছিনকাং বলেন, চীন ও ভারত উভয়েই মনে করে, দু'দেশের সম্পর্কের দীর্ঘস্থায়ী স্বার্থ বিবেচনা করে দ্রুত সীমান্ত সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা ভালো। এটা দু'পক্ষের অভিন্ন স্বার্থের জন্য অনুকূল। ইতোমধ্যে চীন ও ভারত সীমান্ত সমস্যা সমাধানের রাজনৈতিক নির্দেশক নীতিতে একমত হয়েছে। এই নীতি আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের ভিত্তি স্থাপন করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|