২০ ডিসেম্বর চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর মহা-পরিচালক শান চিসিয়াং চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালকদের এক সম্মেলনে বলেন, ৩৩ কোটি রেনমিনপি পুঁজি বিনিয়োগে তিব্বতের পোতালা প্রাসাদ, নোরবুলিংখা পার্ক ও সাগ্য মন্দিরের মেরামত প্রকল্প সম্পন্ন হয়েছে ।
সপ্তম শতাব্দীতে নির্মিত পোতালা প্রাসাদ হল বিশ্ব হেরিটেজে তালিকাভুক্ত ।১৭৫১ সালে নির্মিত নোরবুলিংখা পার্ক বিশ্বে সমুদ্রপৃষ্ঠের সবচেয়ে উচুঁতে অবস্থিত, বৃহত্তম ও সুসংরক্ষিত পার্ক স্থাপত্য । সাগ্য মন্দির তিব্বতী বৌদ্ধ ধর্মের সাগ্য সম্প্রদায়ের প্রধান মন্দির । সেখানে অনেক চমত্কার ও শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্মীয় শাস্ত্র ও পুর্লভ পুরাকীর্তি রয়েছে । ২০০২ সালের জুন মাসে তিনটি স্থাপত্যের মেরামত প্রকল্প শুরু হয় এবং সব ব্যয় চীনের কেন্দ্রীয় সরকার সরবরাহ করেছে ।
জানা গেছে, গত ২০ বছরের মধ্যে তিব্বতের ১৪০০টিরও বেশি মন্দির ও ধর্মীয় স্থান মেরামত ও উন্মুক্ত হয়েছে ।এসব স্থাপত্য ভালভাবে সংরক্ষণ করা হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|