v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-20 17:33:16    
ছিংহাই প্রদেশ

cri

    ছিংহাই প্রদেশ ছিংহাই-তিব্বত মালভূমির উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত । এর আয়তন ৭ লাখ ২০ হাজার কিলোমিটার । ছিংহাই প্রদেশের প্রাকৃতিক পরিবেশ বৈশিষ্ট্যসম্পন্ন। নানা ধরনের পাহাড় ও নদী রয়েছে এখানে । দক্ষিণে থাংকুলা পাহাড় আর উত্তরে ছিলিয়ান পাহাড় । বিশেষ করে চীনের ইয়াংসি নদী ও হুয়াংহো নদীর উত্স্য ছিংহাই প্রদেশে অবস্থিত এবং চীনের মালভূমির বৃহত্তম লবণাক্ত হ্রদ এখানে রয়েছে ।

     সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ভ্রমণ করলে পর্যটকদের অবশ্যই ছিংহাই প্রদেশের মধ্য দিয়ে যেতে হবে । বিশেষ করে পাহাড় আরোহণকারীদের জন্য ছিংহাই প্রদেশের তুষার পাহাড় সত্যিই একটি আকর্ষণীয় স্থান । মালভূমির প্রাকৃতিক পরিবেশের জন্য ছিংহাই প্রদেশের বাতাসের পরিমাণ প্রচুর ৮৭৬০ ঘন্টায় এক বছর ।

     ছিংহাই প্রদেশের ইতিহাস সুদীর্ঘকালের । খ্রীষ্টপূর্ব ২০০ বছরেরও আগে থেকেই প্রাচীনকালের ছিয়াং জাতির লোকজন এখানে বসবাস করতো ।তারা পশুপালকদের মতো ছিংহাইয়ের বিভিন্ন অঞ্চলে যাযাবর হিসেবে জীবন যাপনে কয়তো । ছিয়াং জাতির লোকেরা চীনা জাতির সংস্কৃতির সৃষ্টিতে অনেক অবদান রেখেছেন । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী ৬৩৮০ কিলোমিটার দৈর্ঘ্যসম্পন্ন ইয়াংসি নদীর উত্স্য ছিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলের থাংকুলা পাহাড়ের শীর্ষ দেশের গোলাতানতোং বরফ পাহাড়ে অবস্থিত । ১৯৭৯ সালে গবেষকরা অনুসন্ধানের মাধ্যমে জানতে পারেন যে , ইয়াংসি নদীর আসল উত্স্য ছিংহাই প্রদেশের থুওথুও নদী । ইয়াংসি নদীর উত্স্যের দৃশ্য অতি সুন্দর, তুষারাচ্ছন্ন শুভ্র পাহাড়, সীমানাবিহীন বিস্তির্ণ তৃণভূমি, নীল আকাশ ও সাদা মেঘের ছায়া নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে । 

     চীনের বিখ্যাত নদী --হুয়াংহো নদীর উত্স্য ছিংহাই প্রদেশের সমতলভূমির তিনটি শাখা নদী নিয়ে গঠিত ।এর প্রধান উত্স্য হল তিনটি শাখা নদীর মধ্যে বৃহত্তম শাখা খারিছু নদী । ছিংহাই প্রদেশের আরেকটি বিখ্যাত নদীর নাম ছিংহাই হ্রদ । তার আয়তন ৪৩০০ বর্গকিলোমিটার, সমতল থেকে তার উচ্চতা ৩২০০ মিটার । রাজধানী সিনিং শহর থেকে এর দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার । হ্রদের পানি ঠাণ্ডা এবং বেশ লবণাক্ত । মঙ্গোলিয় ভাষায় তার নাম খুরুওর এবং তিব্বতী ভাষায় তার নাম ছুওওয়েনবু ।এর অর্থ হল নীল রঙয়ের হ্রদ । এ হ্রদের পানির তাপমাত্রা মাত্র ১৫ডিগ্রী সেন্টিগ্রেড। প্রাচীনকালে ছিংহাই-তিব্বত মালভূমির উচ্চতা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার পর এ হ্রদ সৃষ্টি হয় ।