সম্প্রতি তিব্বতে অনুষ্ঠিত পর্যটন শিল্প উন্নয়ন সম্মেলন সূত্রে জানা গেছে, আগামী কয়েক বছর তিব্বত বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালাবে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পানকোগ বলেন, তিব্বতের অনেক পর্যটন সম্পদ বিশ্বে শীর্ষ স্থানীয় । এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ চুমালাংমা শৃংগ এবং বৃহত্তম গভীর গিরিখাত ইয়ালুজাংবু। এসব পর্যটন সম্পদ তিব্বতকে বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন এলাকা গড়ে তোলার জন্যে ভিত্তি স্থাপন করেছে।
ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর তিব্বতের পর্যটন উন্নয়নের ক্ষেত্রে পরিবহন সমস্যার সমাধান হয়েছে এবং ট্রেনের টিকিটের দাম কম হওয়ার কারণে চীনা পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে । তিব্বতে বর্তমানে বিদেশী পর্যটকের চেয়ে দেশী পর্যটক অনেক বেশি । চলতি বছর ছিংহাই-তিব্বত রেলপথে যাত্রী সংখ্যা ১৫.৯ লাখ পার্সন টাইমস । পর্যটন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর তিব্বতে আসা দেশী বিদেশী পর্যটকের সংখ্যা ৪০ লাখ পার্সন টাইমস ছাড়িয়ে যাবে ।
(ছাও ইয়ান হুয়া)
|