চীনে বনায়নের হার ১৯৪৯ সালের ৮.৬ শতাংশ থেকে বর্তমান ১৮.২১ শতাংশে দাঁড়িয়েছে।
পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, চীনের জাতীয় বনশিল্প ব্যুরোর উপ-মহাপরিচালক লেই চিয়া ফু ১৯ ডিসেম্বর এ কথা বলেছেন।
বর্তমান চীনের কৃত্রিম বনের আয়তন ৫.৩ কোটি হেকটরেরও। যা সারা বিশ্বের কৃত্রিম বনের আয়তনের ৩ ভাগের এক ভাগ এবং একক দেশ হিসেবে চীন প্রথম স্থানে রয়েছে। ২০১০ সাল পর্যন্ত চীনের বনায়নের হার ২০ শতাংশে উন্নীত হবে। (খোং চিয়া চিয়া)
|