চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক ওয়াং চিয়া রুই ১৯ ডিসেম্বর পেইচিং-এ ইউরোপীয় ইউনিয়নের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত পিয়েরো ফাসিনোর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
দু'পক্ষ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে মত বিনিময় এবং নিজেদের অভিমত ব্যক্ত করেছে। ওয়াং চিয়া রুই বলেন, চীন একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, উন্নয়নশীল ও সমঝোতামূলক মিয়ানমার দেখতে চায় এবং এর জন্য গঠনমূলক চেষ্টা চালাতে ইচ্ছুক। চীন আশা করে, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সংলাপ ত্বরান্বিত করার জন্য ভূমিকা রাখবে।
ফাসিনো বলেন, মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল করার ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে ইইউ। চীনসহ এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইইউ ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। (খোং চিয়া চিয়া)
|