রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমানে রাশিয়া-চীন সম্পর্ক 'অভূতপূর্ব' পর্যায়ে রয়েছে।
১৯ ডিসেম্বর রাশিয়ার ইতার-তাস বার্তা জানিয়েছে, মার্কিন 'টাইম' ম্যাগাজিনকে বিশেষ সাক্ষাত্কার দেয়ার সময় পুতিন এ কথা বলেন। তিনি আশা করেন, এ সম্পর্ক অব্যাহত থাকবে।
পুতিন আরো বলেন, রাশিয়া-চীন সম্পর্কের গুণগত ও সহযোগিতার মান উন্নত হয়েছে। চীন সর্বাত্মক চালিয়ে এই সম্পর্ক বজায় রাখছে। রাশিয়া এর যথাযথ মূল্যায়ন করে ইতিবাচক সাড়া দেয়ার চেষ্টা করছে। রাশিয়া আশা করে, দু'দেশের সম্পর্কের আরো উন্নতি হবে। (খোং চিয়া চিয়া)
|