চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ১৯ ডিসেম্বর ঘোষণা করেছে , চীনের প্রথম জাতীয় তেল মজুদ ঘাঁটি চেন হাই এক বছর পরীক্ষামূলকভাবে চলার পর ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন পেয়েছে । এখন এ ঘাঁটিতে বিপুল পরিমাণে তেল মজুদ রয়েছে ।
চেন হাই জাতীয় তেল মজুদ ঘাঁটি চে চিয়াং প্রদেশের নিং বো শহরে অবস্থিত । মজুদের পরিমান ৫২ লাখ কিউবিক মিটার । এ ঘাঁটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চীনের তেল মজুদ কাজও একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে ।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন , চীনের তেল মজুদ করার উদ্দেশ্য হল আকষ্মিক ঘটনা মোকাবেলা , তেলের সরবরাহের ঝুঁকি এড়ানো এবং দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করা । (শুয়েই ফেই ফেই)
|