১৯ ডিসেম্বর পাকিস্তানে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫০জন নিহত হয়েছে । ১৯ ডিসেম্বর মধ্যরাতে করাচি থেকে লাহোরগামী একটি ট্রেন সিন্ধু প্রদেশের কাছাকাছি লাইনচ্যূত হলে কমপক্ষে ৫০জন নিহত এবং অন্য দেড় শতাধিক লোক আহত হয় ।এছাড়াও পাঞ্জাবে গাড়ির সঙ্গে বিদ্যুত্ চালিত থ্রি তুইলারের সংঘর্ষে ১৫জন নিহত হয়েছে ।
দুর্ঘটনার পর পাকিস্তান পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে । পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সংশ্লিষ্ট বিভাগকে উদ্ধার কাজ করার পাশাপাশি হতাহতদের আত্মীয়স্বজনের জন্য সাহায্য দেয়ার নির্দেশ দিয়েছেন ।
অন্য আরেক খবরে জানা গেছে, এদিন সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে একটি গাড়ির সঙ্গে একটি বিদ্যুত্ চালিত থ্রিহুইলারের সংঘর্ষ হয় । এতে থ্রি হুইলারের ড্রাইভার ও গাড়ির আরোহী ১৪জন ছাত্র নিহত এবং অন্য ৩জন আহত হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|