১৮ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাকে মোতায়েন যৌথ বাহিনীর কার্য-মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহুজাতিক বাহিনী ইরাকে মোতায়েন থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও স্লোভাকিয়ার উত্থাপিত যৌথ প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, ইরাক সরকারের অনুবোধে বহুজাতিক বাহিনীর কার্য-মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সবার পক্ষ থেকে প্রতি তিন মাস পর পর নিরাপত্তা পরিষদে বহুজাতিক বাহিনীর কাজকর্ম সম্পর্কে রিপোর্ট দেবে।(লিলু)
|