লাটভিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ১৮ ডিসেম্বর বলেন, রাশিয়া সংশ্লিষ্ট দেশের সঙ্গে " ইউরোপে প্রচলিত সশস্ত্র বাহিনী বিষয়ক চুক্তি" নিয়ে আলোচনা করতে আগ্রহী।
তিনি এদিন লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস রিয়েকস্টিন্সের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া " ইউরোপে প্রচলিত সশস্ত্র বাহিনী বিষয়ক চুক্তি" স্থগিত করলেও এ চুক্তি নিয়ে আলোচনার দুয়ার বন্ধ করে দেয়নি। তিনি বলেন , রাশিয়ার অংশীদার দেশ , বিশেষ করে ন্যাটোর দেশগুলো রুশ পক্ষের যৌক্তিক উদ্বেগ ভালভাবে বিবেচনা করলে, রাশিয়া তাদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।
তিনি আরো বলেন, এ ব্যাপারে ন্যাটোর দেশগুলো সংযমী মনোভাব বজায় রাখলে ইউরোপে রাশিয়া নিজের সশস্ত্র শক্তি সম্প্রসারণের কোনো ইচ্ছা নেই।--ওয়াং হাইমান
|