২০১০ সালের শাংহাই বিশ্ব মেলার মাস্কট " হাইপাওয়ের" উন্মোচনের পর পরই প্রথম কিস্তিতে ৪০টি ধরণের হাইপাও পণ্য ১৯ ডিসেম্বরের ভোর বেলা থেকে শাংহাই ও পেইচিংয়ের ২২টি বিশেষ দোকানে স্থান পেয়েছে ।
জানা গেছে , শাংহাই বিশ্ব মেলার মাস্কট পণ্যের মধ্যে রয়েছে পোষাক , সাজসজ্জা , কলম-খাতা , খেলনা , টুপি ও ব্যাগসহ ১২টি ধরণের মূল সামগ্রী । বর্তমানে প্রথম কিস্তিতে বিক্রি করা ম্যাসকাট হাইপাও পণ্যের দাম নিম্ন ও মাঝারী । সর্বোচ্চ দাম ২ থেকে ৩ শ'ইউয়ান এবং সর্বনিম্ন দাম দশ থেকে বিশ ইউয়ান । জানা গেছে , ভবিষ্যতে চীনের সব প্রাদেশিক পর্যায়ের শহরে এ রকম পণ্য পাওয়া যাবে ।
উল্লেখ্য যে , শাংহাই বিশ্ব মেলা ২০১০ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে । ১৭ ডিসেম্বর পর্যন্ত ১৮৪টি দেশ ও আন্তর্জাতিক সংগঠন এ মেলায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছে । তখন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের সংখ্যা ৭ কোটি পার্সন টাইমস হবে বলে আশা করা হচ্ছে
|