v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-19 18:27:46    
ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে রাশিয়া আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তি প্রতিদ্বনদ্বিতা করছে

cri
    রাশিয়ার ফেডারেল সশস্ত্র শক্তির যুদ্ধ প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির শামানভ ১৮ ডিসেম্বর রাশিয়ার সংবাদ মাধ্যমকে বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৮ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের আগেই স্পষ্টভাবে পূর্ব ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করার বিরুদ্ধে তার সামরিক কর্মসূচী নিশ্চিত করবে। ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পুণরায় তার শক্তি প্রদর্শনে লিপ্ত হবে।

    তিনি বলেন, পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের আলোকেই রাশিয়া সংশ্লিষ্ট ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। তিনি আরো বলেন, রাশিয়া এতদিন সংযম প্রদর্শন করেছে। কিন্তু ভবিষ্যতে রাশিয়া এ ব্যাপারে কঠোর জবাব দিতে দ্বিধা করবে না। তিনি মনে করেন, রাশিয়ার নিকটপ্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রও বিরুপ প্রভাব ফেলবে। এ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার সামরিক বাহিনী নিজের ভূ-ভাগের কাজ সম্পন্ন করার পাশাপাশি বিদেশেও তাদের কাজ সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের আগে তার সামরিক কর্মসূচী পূর্ণাঙ্গ করবে। রাশিয়ার ফেডারেল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের অনুমোদনের পর পরই এই সামরিক কর্মসূচী প্রকাশিত হবে।

    বিশ্লেষকগণ উল্লেখ করেছেন, শামানভের কঠোর ভাষণ দেয়ার কারণ হচ্ছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৩ ডিসেম্বর বুদাপেষ্টে অনুষ্ঠিত পূর্ব ইউরোপে যুক্তরাষ্টের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা সংক্রান্ত চতুর্থ দফা বৈঠকে কোন বাস্তব অগ্রগতি না হওয়া।

    রাশিয়ার সশস্ত্র বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ ইউরি বালুয়েভস্কি ১৫ ডিসেম্বর মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যদি পোল্যাণ্ডের ঘাঁটি থেকে কোন ইন্টাসেপ্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তাহলে তা রুশ বাহিনীর পাল্টা-আঘাতের লক্ষবস্তু হবে।

    সম্প্রতি বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো এবং সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে বলেছেন, পূর্ব ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ব্যাপারে, বেলারুস ও রাশিয়া একই পক্ষে থাকবে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনীর সেনাপতি ভ্লাদিমির জারিতস্কি বলেছেন, রাশিয়া বেলারুসকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র 'ইসকান্দার' সরবরাহ করবে।

    বিশ্লেষকগণ উল্লেখ করেছেন, সম্প্রতি পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের প্রচেষ্টায় রাশিয়ার সামরিক বাহিনীর কঠোর দৃষ্টিভঙ্গীতে যুক্তরাষ্ট্রের তত্পরতার প্রতি রাশিয়ার তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সহজভাবে তাদের তত্পরতা চালানোর ব্যাপারে সতর্ক করা। রাশিয়ার সামরিক বাহিনী এ সম্পর্কিত তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। যাতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে সৃষ্ট যে কোন পরিস্থিতির মোকাবেলা করা যায়। রাশিয়ার কঠোর ভাষণ থেকে জানা গেছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সংক্রান্ত মার্কিন ও রাশিয়ার সর্বশেষ দফা বৈঠকের পর, এই ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতবিরোধ আরো তীব্রতর হয়ে উঠেছে। রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমের ভাষ্য হচ্ছে, পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা রাশিয়ার প্রতি চ্যালেন্জ স্বরূপ। ক্ষেপণাস্ত্রের বিস্তার হচ্ছে বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। রাশিয়া-মার্কিন সম্পর্ক আবারও সংকটের দিকে এগুচ্ছে।

    কিন্তু বিশ্লেষকগণ মনে করেন, সাধারণভাবে বলতে গেলে পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া যথাযথ। যদিও এ ব্যাপারে রাশিয়া সরকার ও সামরিক বাহিনীর কর্মকর্তারা অনবরত সংশোয় প্রাকশ করে চলেছেন, তবুও নতুন দফা এ প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া পারস্পরিক আপোসের দরজা এখনো বন্ধ করে নি।