ছেলে ও বাবার মধ্যে কথোপকথন
ছেলে: আব্বু আমি আজ স্কুলে দু'টি বিষয়ে পুরুস্কার পেয়েছি।
বাবা: তা কী কী বিষয়ে খোকা?
ছেলে: একটি হচ্ছে স্মরণ শক্তির জন্য আর অপরটি
বাবা: আর অপরটি কিসের জন্য?
ছেলে: আব্বু আর অপরটি আমার মনে আসছে না।
---বাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের এ.এইচ.এম.গোলাম রসুল। (লিলি)
|