১৭ ডিসেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ব্রিটিশ পার্লামেন্টের কমন্যে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ব্যবস্থায় অব্যাহত সংস্কার দরকার, যাতে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়।
তিনি আরো বলেন, ই'ইউ'র ২৭টি সদস্য দেশের নেতারা ১৪ ডিসেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে একমত হয়েছেন যে, লিসবন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ই'ইউ একটি স্থিতিশীল ও দীর্ঘ কাঠামো সৃষ্টি করেছে যা প্রতীয়মান হয় যে ই'ইউ ব্যবস্থার সংস্কার সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বর্তমানে ই'ইউ কর্মসংস্থান,জ্বালানি সম্পদের নিরাপত্তা , জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে।(লিলু)
|