v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-18 19:05:03    
২০০৭ সালে চীনের পররাষ্ট্রনীতি করনীয় দায়িত্ব ও বিশেষ ভূমিকা পালন করেছে

cri

    এ বছরের শেষ দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি বৃটেনের রাজকীয় আন্তর্জাতিক সমস্যা গবেষণালয়ে ভাষণ দেয়ার সময় উল্লেখ করেছেন , দ্রুত উন্নয়ন ও সম্প্রসারণের প্রক্রিয়ায় চীন শান্তি ও উন্নয়ন চায়, দায়িত্বশীল বড় দেশ হতে চায় এবং অন্যান্যদেশের সঙ্গে মিলে স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার ব্যাপারে আশাবাদী । বিদায়ী বছরটি পর্যালোচনা করলে উপলব্ধি করা যায় যে , দ্রুত উন্নয়নশীলবড় দেশ হিসেবে চীন আরও সক্রিয় ও নমনীয় মনোভাব নিয়ে আন্তর্জাতিক বিষয়ে অংশ নিচ্ছে এবং নিজের করনীয় দায়িত্ব পালন করে বিশ্ব শান্তি রক্ষা এবং উন্নয়ন তরান্বিত করার জন্য বিশেষ ভূমিকা পালন করছে ।

    ২০০৭ সালের ২৪ নভেম্বর দল নেতার আদেশে ১৩৫জন সামরিক অফিসার ও সৈনিক নিয়ে গঠিত চীনের শান্তিরক্ষী প্রকৌশলী দলের অগ্রবর্তী শাখা দল সুদানের দারফুরের রাজধানী নিয়ালার উদ্দেশ্যেবিশেষবিমানে যাত্রা করে । এটা নিয়ালায় যাওয়া প্রথম আন্তর্জাতিক শান্তিরক্ষী দল ।

    এ বছরের শুরুতে সুদান সরকার নমনীয় নীতি গ্রহণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা শুরু করেছে । জাতিসংঘ ও আফ্রিকা ইউনিয়ন যৌথভাবে দারফুরে শান্তিরক্ষী কার্যক্রম চালাতে দিতে তারা রাজী হয়েছে । দীর্ঘকাল ধরে অমীমাংসিত দারফুর সমস্যা চূড়ান্ত সমাধানের দিকে এগিয়ে চলেছে । এ ব্যাপারে চীনের ভূমিকা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে । জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক উপমহাসচিব জাঁ মারিয়ে গুয়েহেনো বলেছেন , চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছে ।

    পেইচিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের প্রফেসর চু ফোং বলেন , আজ চীন দারফুর সমস্যা সমাধানের ব্যাপারে যে গঠনমূলক ভূমিকা পালন করছে তার অর্থ হল , আমরা শুধু কোনো এক পক্ষের সমালোচনা করি না , বরং শান্তি ও সহযোগিতার প্রক্রিয়া তরান্বিত করার চেষ্টা করি । এ সব ধারাবাহিক ভূমিকা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে , চীন আন্তর্জাতিক রাজনীতিতে যে দায়িত্ব পালন করেছে তা প্রকৃতইস্থানীয় বলপ্রয়োগের ঘটনা প্রশমিতকরণএবং শান্তি প্রক্রিয়া পুনর্গঠনের জন্যে গুরুত্বপূর্ণ।

    ২০০৭ সালে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের অগ্রগতির এক বছর । চীনা গণ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের প্রফেসর চিন ছানরোং এই সমস্যায় চীনের ভূমিকার মূল্যায়ন করেছেন ।

   জলবায়ু পরিবর্তনের সমস্যা ২০০৭ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর একটি মনোযোগ আকর্ষণ করা সমস্যা এবং পাশাপাশি চীনের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ । চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি জাতিসংঘের ৬২তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক অধিবেশনে বলেন , চীন সরকার ইতোমধ্যেউল্লেখ করেছে , ২০১০ সালে অভ্যন্তরীন উত্পাদনের মোট মূল্যে ইউনিটপ্রতি জ্বালানী শক্তিরব্যয় ২০০৫ সালের চেয়ে ২০ শতাংশ কম হবে । প্রধান প্রধানদুষিত পদার্থের মোটনিঃসরণেরপরিমাণ ১০ শতাংশ কম হবে । বনাঞ্চলের আয়তন ২০ শতাংশ বেড়ে যাবে । চীন " জলবায়ু পরিবর্তনমোকাবেলা সম্পর্কিত রাষ্ট্রীয় কার্যক্রম" অনুযায়ী আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেবে এবং বিশ্বব্যাপী জলবায়ু রক্ষার জন্য নিজের অবদান রাখবে ।

    ২০০৭ সালে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে চীন যে প্রচেষ্টা চালিয়েছে তার মধ্যে চীন-জাপান সম্পর্কের উন্নয়ন উল্লেখযোগ্য । এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের জাপান সফরের পর দুদেশের মধ্যে ধারাবাহিকভাবে উর্ধতন পর্যায়ের সফর বিনিময় চলছে । প্রফেসর চু ফোং মনে করেন , চীন-জাপান সম্পর্ক শুধু দুদেশের স্বার্থের সঙ্গে নয় পূর্ব এশিয়া তথা গোটা এশিয়ার অভিন্ন স্বার্থের সঙ্গে সম্পর্কিত। চীন জাপানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার ও উন্নয়নের যে প্রচেষ্টা চালিয়েছে তা থেকে প্রমাণিত হয় যে চীন একটি দায়িত্বশীল বড় দেশ ।

    এ বছরে ইরানের পরমাণু সমস্যা, মিয়ানমার সমস্যা এবং আফ্রিকান দেশগুলোকেসাহায্য দান সমস্যাসহ বিভিন্ন বিষয়ে চীন নিজের ভূমিকা পালন করেছে । চীন আশা করে , বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ উপভোগ করে যৌথভাবে নানা ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে । যেমন চীনের শীর্ষ নেতা হু চিনথাও কিছু দিন আগে সমাপ্ত চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে বলেছিলেন, চীনের ভবিষ্যত ও ভাগ্য বিশ্বের ভবিষ্যত ও ভাগ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত । বিশ্বের সমৃদ্ধি চীনকে ছাড়া হবে না । চীনা জনগণ অব্যাহতভাবে বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মিলে মানবজাতির সুন্দর ভবিষ্যতের জন্য অক্লান্তপ্রচেষ্টাচালিয়ে যাবেন ।---চুং শাওলি