মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ১৭ ডিসেম্বর ভার্জিনিয়ার ফ্রেডেরিক্সবার্গে ভাষণ দেয়ার সময় বলেন, ইরানকে রাশিয়ার পরমাণু জ্বালানি সরবরাহের বিষয়টিকে তিনি সমর্থন করেন। এ থেকে বোঝা যায় যে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অর্জনের দরকার নেই।
বুশ বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ না করলে বর্তমান অথবা ভবিষ্যত শান্তির স্বার্থে ইরান হুমকি হয়ে থাকবে।
মার্কিন নিরাপত্তা কমিটির মুখপাত্র গর্ডন জন্ড্রো বলেন, রাশিয়ার পরমাণু জ্বালানি সম্পদ পাওয়ার কারণে ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা চালানোর কোনো কারণ নেই। --ওয়াং হাইমান
|