১৮ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং পেইচিংয়ে বলেন, বালি দ্বীপ জলবায়ু পরিবর্তন সম্মেলনে গৃহীত 'বালি দ্বীপ রোডম্যাপ'পরিকল্পনাকে চীন স্বাগত জানায় ।
ছিনকাং বলেন, রোডম্যাপ পরিকল্পনা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন আলোচনার জন্য দিক নির্দেশনা দিয়েছে এবং সময়সূচী নির্ধারণ করেছে । চীন বালি দ্বীপ সম্মেলনের সাফল্যকে স্বাগতম জানায় । তিনি বলেন, চীন সক্রিয়ভাবে সংশ্লিষ্ট আলোচনায় অংশ নেবে এবং গঠনমূলক ভুমিকা পালন করবে । চীন আশা করে, বিভিন্ন পক্ষ সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ২০০৯ সালের আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন বাস্তবায়ন জোরদার করার জন্য কার্যকর ব্যবস্থা নেবে ।
ছিংকান আরও আশা করেন, , শিল্পোন্নত দেশগুলো রোডম্যাপ পরিকল্পনার নীতি অনুযায়ী ২০১২ সালের আগে প্রথমে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমাবে এবং পুঁজি, প্রযুক্তি ও সমন্বয় সামর্থ্য বাড়াতে উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন দেবে ,এতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলার সামর্থ্য উন্নত হবে। (ছাও ইয়ান হুয়া)
|