চীনে এক্সপ্রেস সড়কপথ নেটওয়ার্ক স্থাপনের কাজ এগিয়ে চলেছে। কিছু কিছু এক্সপ্রেসসড়ক নেটওয়ার্ক প্রাথমিকভাবে চালু হয়েছে । ১৮ ডিসেম্বর চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী উয়েং মেং ইয়ুং এ কথা বলেন।
তিনি এদিন রাষ্ট্রীয় পরিষদের তথ্য দপ্তরের এক সংবাদ সম্মেলনে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের এক্সপ্রেস সড়ক স্থাপনের কাজে দ্রুত উন্নয়ন হয়েছে। এতে অর্থনীতির সমৃদ্ধিও ত্বরান্বিত হচ্ছে। বর্তমানে নির্মাণাধীন এক্সপ্রেস সড়ক নেটওয়ার্কটি ৩৪টি এক্সপ্রেস সড়ক নিয়ে গঠিত । এটি ৮৫ হাজার কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে রয়েছে ২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত চীনের সব শহর এবং ৪-এ পর্যায়ের পর্যটন স্থান ।
জানা গেছে, এ বছরের শেষ নাগাদ, চীনে ৫৩ হাজার কিলোমিটার এক্সপ্রেস সড়ক আনুষ্ঠানিকভাবে চালু হবে।এ দিক দিয়ে বিশ্বে চীনের স্থান দ্বিতীয়।--ওয়াং হাইমান
|